আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ফ্রান্সের থ্যামস ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়ায় শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুকে ফুলেল শুভেচ্ছা সিক্ত করলেন তাঁর নিজ এলাকা আশুগঞ্জের শিক্ষা পরিবার।
এ উপলক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আন্দিদিলে হাজী আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির,পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান চরচারতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা, সোহাগপুর আছিয়া সাফিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফারুকুজ্জামান,
তালশহর এ এ আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, লালপুর এস কে দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন, চরচারতলা আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমানা ইয়াসমিন, আড়াইসিধা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ নূরুল ইসলাম, তালশহর বুদাই সাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, নরসিংদী মাদ্রাসার সুপার হেলাল উদ্দিন, হাজী আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন, ফ্রান্স থেকে প্রাপ্ত এই সম্মান তাকে তাঁর কর্মের প্রতি,দেশের প্রতি দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে । তিনি বলেন আমৃত্যু তিনি তাঁর গবেষণা ও সৃষ্টিশীল কর্মকান্ড অব্যাহত রাখবেন । তিনি আরো বলেন, সবকিছুর উর্ধ্বে নিজের দেশ ও জন্মভূমি। দেশের প্রতি সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, মহামারি করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহ নানাবিধ দুর্যোগ ও জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। এই এগিয়ে চলার পিছনের মুল শক্তি এদেশের সর্বস্তরের জনগণের ভালোবাসা। তিনি বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐকবদ্ধ থাকার আহবান জানান।