আশুগঞ্জ প্রতিনিধি: শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সমনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বগইর মডেল স্কুল এন্ড কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন প্রথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আলমগীর খন্দকার।
আজীবন দাতাসদস্য হুমায়ুন কবির ভুইয়ার সভাপতিত্বে ও বগইর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.জামাল সরকার এর পরিচারনায় বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাসেম ভুইয়া,প্রবাসী উবায়দুল ভুইয়া,হাজী আব্দুল হাফিজ ভুইয়া,ইউপি,সদস্য সাইদুল্লাহ ভুইয়া,গিয়াস উদ্দির ভুইয়া,মো.তাজুল ইসলাম,নুরুল হক ঠাকুর,লিয়াকত আলী ভুইয়া,বগইর মডেল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো.সুমন মিয়া,প্রথম উদ্যোক্তা সাদ্দাম হোসেন ভুইয়া (সজিব),আনেয়ার খন্দকার,আব্দুর রহমান,জামাল ভইুয়া,কাইয়ুম খান ও অভিভাবক,শিক্ষক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মডেল স্কুল এন্ড কলেজে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। নতুন বই পেয়ে আনন্দে ভাসছে বগইর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। প্রধান অতিথি প্রথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আলমগীর খন্দকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সুশিক্ষিত হয়ে দেশপ্রেমে মানুষের কল্যাণের কাজ করতে হবে । তিনি আরো বলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান সহ স্কুল এন্ড কলেজের উন্নয়নের লক্ষ্যে যা যা প্রয়োজন সেই লক্ষ্যে তিনি কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।