স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিনে দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে জন্মদিন পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী ছফিউল্লাহ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন এডভোকেট কামরুজ্জামান আনসারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী। দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আলী রুবেল,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির,
সাবেক সদস্য হেবজুল বারি,হাজী ছাঈদুর রহমান,মোশারফ মুন্সী,মোঃ সালাহ উদ্দিন, মনির সিকদার,সেচ্ছা সেবক লীগের সভাপতি শাহীন সিকদার,মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ মনোয়ারা বেগম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।