স্টাফ রিপোর্টা:: দারিদ্র বিমোচনের লক্ষে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমম্বিত সম্পদ ব্যবস্থাপনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫ দিনব্যাপী বায়োগ্যস প্রযুক্তি বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী । উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃআমির আলি,মহিলা ভাইস চেয়ারম্যান লিমাসুলতানা।
অনুষ্ঠান পরিচালনা ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি। এসময় উপস্থিত ছিলেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা সালাহ উদ্দিন ভুইয়া,পারভীন আক্তার,মোঃমোজাহার আলী,কমিউনিটি সুপারভাইজার মোহাম্মদ আলী,মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলার ২০ জন প্রশিক্ষণার্থী।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে এক টি করে ব্যাগ ও সম্মানী ভাতা প্রদান করা হয়। বক্তারা বায়োগ্যাস প্রযুক্তি প্লান্ট তৈরি ও এ বিষয় প্রশিক্ষণ গ্রহণকারীদের সঠিক ভাবে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার অহবান জানান।