ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি কালে কুখ্যাত তিন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার দূর্গাপুরে মেঘনা নদীর পাড়ে হুমায়ুন কবীর রানার পরিত্যক্ত ব্রিকস ফিল্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী রিভলবার ৩ রাউন্ড বুলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।আটক কৃতরা হলো উপজেলার দুর্গাপুর গ্রামের আলী বক্স এর ছেলে মোঃ মুছা মিয়া,মজু মিয়ার ছেলে হুমায়ুন ও বাহাদুরপুর গ্রামের জজ মিয়ার ছেলে মোঃ হাশেম মিয়া।
এই ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন,জানান মেঘনা নদীর পাড়ে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান এর নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জ বিল্লাল হোসেন, এসআই মো: নজরুল ইসলাম, এ এসআই মো: মহিউদ্দিন ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। আটক কৃতদের আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।