আশুগঞ্জ প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলাল শা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী,জাগ্রত আশুগঞ্জবাসী সংঘঠনের সাবেক সদস্য সচিব ও সমাজসেবক ঈশা খানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ)আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মঈন উদ্দিন মঈন। সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও স্বরণ সভা উদযাপন পরিষদের সদস্য সচিব শাহিন শিকদারের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন, কমিউনিস্ট পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এড সৈয়দ জামাল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড সাজিদুর রহমান,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ, আলাল শা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রুমানা ইয়াসমিন,সোহাগপুর আসছয়া সাফি উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফারুক, কলামিস্ট কে এম আহসান উল্লাহ জুয়েলসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃ বিন্দু সহ উপজেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মরণ সভাটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা মনির হোসেন। সভায় বক্তারা বলেন, ঈশা খান ছিলেন এলাকার নিবেদিত প্রাণ,শিক্ষা অনুরাগী ও সমাজসেব, সত্যিকার অর্থে একজন দেশ প্রেমিক। তার শূণ্যতা পূরণ হবার নয়। অতিথিগণ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।