স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়। রোববার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পরিষদ চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম পারভেজ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান লিমাসুলতানা,আশুগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি মোজাম্মেল হক,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদিন,স্বর্ণা ভৌমিক,সভানেত্রী কুলসুম প্রমূখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি,সুশীল সমাজের প্রাতনিধি, বিভিন্ন এলাকা থেকে আগত মা’সহ অনেকে উপস্থিত ছিলেন।