বাবুল সিকদার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ হাজার ফলজ গাছের চারা বিতরণ এর কর্মসূচী অংশ হিসেবে উপজেলার আড়াইসিধা ইউনিয়নে ২হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আশুগঞ্জের চরচারতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এনামুল হক এর নিজস্ব অর্থায়নে, বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্য’কে সামনে রেখে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলজ গাছের চারা বিতরণ এর কর্মসূচি শুরু করেছে, মোঃ এনামুল হক।
এ উপলক্ষে (৬জুলই) শনিবার সকালে আড়াইসিধা ইউনিয়নের পাশে এক আলোচনা সভার আয়োজন হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট কামরুজ্জামান আনসারী। দেশব্যাপী বৃক্ষরোপণের আহ্বানে মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে সাড়া দিয়ে গাছের চারা বিনামূল্যে বিতরণের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান,আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন,বাংলাদেশ ডেন্টিজ এসোসিয়েশন এর মহাসচিব খালেদ মোছান্না,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম,আড়াইসিধা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলী,মিজানুর রহমান,নজরুল,শাফিউদ্দিন মেম্বার,যুবলীগ নেতা মনির হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মোঃ এনামুল হক,তিনি বলেন,বৃক্ষ রোপণে কর্মসূচী পালনে বাংলাদেশ সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হিসেবে আমার এই উদ্যোগ। তিনি আরও বলেন পর্যাক্রমে তিনি উপজেলার প্রতিটা গ্রামে বিনামূল্যে ২০ হাজার গাছের চারা বিতরণ করা হবে। এনামুল হক এর এমন মোহতীয় উদ্যোগের ভুয়সী প্রশংসা করে এলাকার বিশিষ্ট জনরা বলেন, এনামুল হক যেভাবে সমাজ সেবায় এগিয়ে আসছেন,সত্যিই তা প্রশংসনীয়,পাশাপাশি এলাকার যারা বিত্তবান আছেন তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তারা।