স্টাফ রিপোর্টার :: আশুগঞ্জে ২০ দিন ব্যাপি বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সুষ্টিতে সমাপনী প্রশিক্ষণ ও সনদ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার(০৪ আগস্ট) সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি ও উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকর্তা লিটন চন্দ্র পাল।
উল্লেখ্য যে, গত ৩ জুলাই হতে শুরু হওয়া উক্ত প্রশিক্ষণে মোট ১৫ জন প্রশিক্ষনার্থী ছাড়াও প্রশিক্ষক ড্রাইভারদ্বয় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পবিত্র ঈদ উল আযহার কারণে সমাপ্ত হতে দেরী হয়। সমাপনী দিনে বৃহস্পতিবার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ তুলে দেওয়া হয়।
উক্ত কার ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের বাস্তবায়নে ছিলেন আশুগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটি। কারিগরি তত্বাবধানে ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও অর্থায়নে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকা।