স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর থেকে বৈকুন্ঠপুরে বঙ্গবন্ধু কারিগরি ও বানিজ্যিক কলেজের নতুন ক্যাম্পাস সংযোগ সড়ক নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাশিপ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী ও আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সড়কটি ঢাকা-সিলেট মহাসড়ককের দক্ষিণ সোনারামপুর থেকে বৈকুন্ঠপুর,বড়তল্লা,যাত্রাপুর,জগদীশপুর তারুয়া প্রভৃতি গ্রামের সাথে সরাসরি সংযোগ স্থাপিত হবে বলে জানান অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। এছাড়া নতুন রাস্তাটি নির্মাণের ফলে শিক্ষার গুণগতমান উন্নয়ন সহ আশুগঞ্জ শহর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী।