ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::আশুগঞ্জের শরীফপুরে ব্রাহ্মণবাড়িয়ার-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন’কে গণসংবর্ধণা দিয়েছে এলাকাবাসী।শুক্রবার (২ ফেব্রুয়ারি) উপজেলার শরিফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজার সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।
অনুষ্ঠানে শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব মঈন উদ্দিনের সহর্ধমীনি কামরুন্নাহার লাভনি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য বিল্লাল ভূইয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা হেবজুল বারি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শিকদার, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবীর,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক আলহাজ্ব জিয়াউল করীম খান সাজু, আড়াইসিধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন, চরচারতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, তারুয়া ইউনিয়ন
পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস হাসান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহিন শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম মাধুর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ দাউদ অপি, মতিউর রহমান সরকার, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ রনি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর আজহার, মিনহাজ হৃদয়, সালেকীন মীম, হান্নান শিকদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যমুনা টিভির ব্রাহ্মণবাড়িয়া নিজস্ব প্রতিবেদক মো. শফিকুল ইসলাম।