স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ই-মিউটেশন,অনলাইন ভূমি উন্নয়ন কর ও দৈনন্দিন জীবনে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার সকাল থেকে বুধবার পর্যন্ত পরিষদ সম্মেলন কক্ষে ৩ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হানিফ মুন্সী। উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। এসময় উপস্থিত ছিলেন জাইকার স্থানীয় প্রতিনিধি লিটন চন্দ্র পাল।
সমন্বয়কারী হিসেবে সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন অনলাইন ব্যবস্থাপনা,ভূমি অধিগ্রহণ,ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় এসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য,সাংবাদিক,ভূমি অফিসের কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এ প্রশিক্ষণ গ্রহণ করেন।