ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এ উপলক্ষে সোমবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হজী সফিউল্লা মিয়া।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা বেগম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোসনা চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির, যুগ্ম সম্পাদক তোফায়েল আলী রুবেল,সদস্য হাজী ছাঈদুর রহমান,হাজী ইলিয়াছ মিয়া প্রমুখ। সভা শেষে দলীয় নেতা কর্মিদেকে নিয়ে আনন্দ ঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।