নিজস্ব প্রতিবেদক::”চরচারতলা বাসীর অঙ্গিকার,মাদক করবো পরিহার” এই স্লোগানকে সামনেরেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা এলাকায় মাদকের বেচা কিনি ও সেবন অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় এলাকার সর্বস্তরের জনগণ প্রতিবাদি হয়ে উঠেছে। যেখানে সেখানে দাড়িয়ে বসে মাদক সেবন ও বিক্রি চলছে।
মাদক সেবন ও ব্যবসায়ীর বেপরোয়া হয়ে উঠেছে। প্রতি রাতে দিনে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতষ্ঠান থেকে প্রতি নিয়ত জিনিষ পত্র চুরী হচ্ছে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। আজ শুক্রবার আসর নামাজের পর মসজিদ থেকে বেড় হয়ে শত শত নামাজি ও সাথে স্থানীয় জনগণ অংশ নিয়ে এই মাদক বিরুধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিল টি চরচারতলা ইউনিয়নের প্রধান সড়কের টেকপাড়া জামে মসজিদ এলাকা থেকে বেড় হয়ে ফেওর এলাকার বিভিন্ন প্রথ প্রক্ষিন করে আবার একেই এলাকা এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফাইজুর রহমান,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু,সাবেক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,বিশিষ্ট মুরুব্বী জহিরুল মেম্বার,বীর মুক্তিযোদ্ধা,মোজাম্মেল হক গোলাপ,মোঃ মাজু মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, সাবেক মেম্বার মাসুদ সরকার,স্বপন মিয়া, যুবলীগ নেতা হাসানুজ্জামান হাসান,রাজু আহম্মেদ উজ্জল,বাচ্চু মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিক্ষোভ কারিরা,পুলিশ প্রশাসনের কাছে জোড় দাবী করে অনতি বিলম্বে এই মাদক ব্যবসা ও সেবন কারীদের বিরুদ্ধে আইন গত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী করেছে। তা নাহলে মাদক সেবী ও ব্যবসায়ীদের যেখানে দেখবে সেভানেই প্রতিরোধ করে হাত পা গুড়িয়ে দেবার হুশিয়ারী করেছেন এলাকাবাসি।