স্টাফ রিপোর্টার:: আশুগঞ্জ আইডিয়াল স্কুল এর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তায়্যিবা রহমান মেধাবৃত্তি পরীক্ষায় ১ম গ্রেডে ও প্রথম শ্রেণীর আফরা শিকদার দ্বিতীয় গ্রেটে উত্তীর্ণ হয়েছে। তাদের মা-বাবা ও আত্মীয় স্বজনরা তাদের ভালো ফলাফলের জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাশাপাশি তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো হতে পারে সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাদের মা-বাবা। উলেখ্য গত শনিবার দুপুরে কামাউড়া শহীদ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আশুগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি কামাউড়া শহীদ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো.হামিদুলবারি সরকার,চরচারতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বিলকিস, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়া তায়্যিবা রহমান ও আফরা শিকদার এর হাতে সনদ ও পুরস্কার তুলেদেন।