নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন উদ্ধার হওয়া মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন বলেন, উপজলার বিভিন্ন এলাকা থেকে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে যায়। মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে মালিকদের কাছে মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়েছে। হারানো মোবাইল ফোন মালিক, আল আরাফাহ ইসলামী ব্যাংক আশুগঞ্জ শাখায় কর্মরত মাসুদ রশিদ ও চরচারতরা গ্রামের আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ তোফাজ্জল,হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেনসহ সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করেছেন।