স্টাফ রিপোর্টার ::”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যলয় যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়।
উপজেলা জেলা পরিষদের সামনে থেকে র্যালী শুরু হয়ে পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে ও মহিলা বিষয় কর্মকর্তা নিরূপা ভৌমিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, ফিরোজ মিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আহম্মদ উল্লাহ খন্দকার, ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল। আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা বেগম প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।