স্টাফ রিপোর্টার:: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে বাঙালি জাতি। এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভোরে উপজেলা পরিষদ চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন আশুগঞ্জ উপজেলা পরিষদ, প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।এরপর প্রেস ক্লাব মুক্তিযোদ্ধা কমান্ড,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,সরকারী,বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন করা হয়।
পরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজির সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো.হানিফ মুন্সী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,মহিলা ভাইস চেয়ারম্যান লিমাসুলতানা,থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান,পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র পাল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন সিকদার বীর মুক্তিযোদ্ধা শেখ জসিম,আব্দুল করিম, জাহাঙ্গীর খন্দকার, উপজেলা আাওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ সহ উপজেলা বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা সহ আমন্ত্রীত অতিথিরা কর্মসূচিতে অংশগ্রহন করেন।