আশুগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির শুরু হয়। ১৬ ডিসেম্বর সোমবার আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে স্বাধীনতার মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ,স্বাস্থ্য বিভাগ, আশুগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ বিল্লাল হোসেন,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শাহাজাহান সিরাজ,সাধারন সম্পাদক হাবিবুর রহমান,ডা.আব্দুল্লা আল মাহমুদ নজরুল,বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের,এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা সহ আরও অনেকে।সংবর্ধনা শেষে মুক্তিযোদ্ধাসহ সকলের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন হয়।এছাড়াও বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।