স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রাপুরে যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্য কে সামনে রেখে শুক্রবার বিকেলে সংগঠনের আহবায়ক মোঃ দিদার আলম এর নেতৃত্বে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে, মাদক বিরোধী জনসচেতনতা মূলক র্যালি বের করা হয় ।
র্যালিটি বের হয়ে যাত্রাপুর চকবাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এসে শেষ হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে অভিযান মাদক বিরোধী যুব ফাউন্ডেশন এর আহবায়ক মোঃ দিদার আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, সালাউদ্দিন সোহেল, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ,যুগ্ম আহবায়ক,সংগঠনের উপদেষ্টা ও আনসার আলী মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মতিন,সদর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা,কামাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,অভিযান মাদক বিরোধী যুব ফাউন্ডেশন এর উপদেষ্টা ও সদর ইউপি, সাবেক,চেয়ারম্যান হাজী মোবারক হেসেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া,হাফেজ মাওলানা ফারুক,মাওলানা মিজানুর রহমান সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উপস্থিত বক্তাগণ বলেন, মাদকামুক্ত সমাজ ও আর্দশ যাত্রাপুর গ্রাম গড়াই তাদের লক্ষ্য, মাদক বিক্রেতা,মাদক সেবন কারিদের কে চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান তারা। বক্তারা আরও বলেন, আগামী ২৫ জুৃলাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ও সদর ইউপি,চেয়ারম্যান বরাবর অভিযান মাদক বিরোধী যুব ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হবে।