স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রওশন আরা জলিল গার্লস স্কুল এন্ড কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায়,রওশন আরা জলিল গার্লস স্কুল এন্ড কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রওশন আরা জলিল গার্লস স্কুল এন্ড কলেজর প্রতিষ্ঠাতা জলিল হাজী সাবের সুযোগ্য সন্তান ও পরিচালনা কমিটির সভাপতি লায়ন মো.ফারুক(কালাম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্কুল এন্ড কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য সেলিম রেজা,প্রধান শিক্ষক রেজাউল আজাদ,প্রকৌশলী মস্তাফিজুর রহমান,মনিরুজ্জামান শিক্ষক মানিক মিয়া প্রমুখ।
রওশন আরা জলিল গার্লস স্কুল এন্ড কলেজে যার সার্বিক সাহায্য সহযোগিতা তাদের সকলের মঙ্গল কামনা করে,এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়ার মাধ্যমে ছাদ ঢালাই এর কাজ উদ্বোধন করা হয়। এতে বিশেষ মুনাজাত করেন করেন রেল গেইট জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম।