ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের খান মোহাম্মদ সরকার বাড়ির গনি মিয়ার ছোট ছেলে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক(ছোট্ট) মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার সহ নানা জটিলতায় ভুগছিলেন। প্রসঙ্গত মরহুম বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ছোট্ট মিয়া আশুগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তিনি গত রবিবার ভোর ৪ ঘটিকার সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বাদ আসর আশুগঞ্জ সাইলোর বালুর মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে।এ সময় আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পাশাপাশি মরহুম আমিনুল হক ছোট্ট মিয়ার মরদেহ পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলার প্রশাসনের কর্মকর্তাগণ সহ বীর মুক্তিযোদ্ধাগণ। নামাজে জানাজায় ইমামতি করেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি,ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহম্মেদ ,সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ,আবুল হাসেম সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের জানাজা নামাজ শেষে চরচারতল উত্তর পাড়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।