নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশাচালকের পানির জগের আঘাতে মোশারফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। মোশারফ হোসেন খোলাপাড়া দুল্লা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) তরুণ দে ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় উপজেলার খোলাপাড়া বাজারে অটোরিকশাচালক ইমরান মোশারফ হোসেনের পায়ে রিকশা তুলে দেয়।
এ ঘটনায় দু’জনের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে অটোরিকশাচালক ইমরান পাশের চায়ের দোকানে থাকা এটি পানির জগ দিয়ে মোশারফের মাথায় আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহাম্মেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর ঘাতক অটোরিকশাচালক ইমরান কে এলাকাবাসি আটক করে পুলিশের হাতে তুলেদেন।এ বেপারে নিহতের ছেলে বাদী হয়ে আশুগঞ্জ থানায় এটি হত্যা মামলা দায়ের করেন এবং গ্রেফতার কৃত আসামী অটোরিকশাচালক ইমরান কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে । এ বেপারে হত্যাকারী অটোরিকশাচালক ইমরান এর ফাঁসির দাবি জানার নিহতের ছেলে ও তার পরিবার ।