নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীনেত্রী শহীদ আইভি রহমানের ১৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ,উদ্যোগে বুধবার বিকেলে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোসনা চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছফিউল্লা মিয়া।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ,সদস্য বীর মুক্তিযোদ্ধা হেবজুল বারি,হাজী ছাঈদুর রহমান,হাজী নাছির মিয়া,মোশারফ মুন্সী,হাজী ইলিয়াছ মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক স্বপনা বেগম,মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শিরিনা বেগম,তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমুনি ইষ্টিয়ান সহ আরও অনেকে।
সভা শেষে নারীনেত্রী শহীদ আইভি রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালা করেন হাজী ইলিয়াছ মিয়া। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।