স্টাফ রিপোর্টার:: শীতের গভীর রাতে ঘুমিয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষগুলো, আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে শুয়ে থাকা মানুষের মাঝে হঠাৎ করেই স্টেশনের প্লাটফর্মে হাজির সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।
যারা ঘুমিয়ে পড়েছেন তাদের ঘুম যেন না ভাঙে সেজন্য জেগে থাকা মানুষদের উদ্দেশ্য করে এমপি বলতে থাকেন ‘আমি আপনাদের শিউলি আজাদ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নিয়ে এসেছি একটু উঠুন। এমপির উপস্থিতি টের পেয়ে তারা উঠে আসেন আর তিনি শীতার্ত এই মানুষের হাতে তুলে দেন একটি করে কম্বল। মঙ্গলবার রাতে ১টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের দৃশ্য ছিল এমটা।
মুহূর্তের মধ্যেই আশেপাশের মানুষজনও জড়ো হন রেল স্টেশনে। এমপি শিউলি আজাদ নিরাশ করেননি কাউকে। একটি করে কম্বল তুলে দেন,যাদেরকে কম্বল দিতে পারেন নেই তাদেরকে নগদ অর্থ দেন তিনি। এ সময় খোলা আকাশের নিচে শুয়ে থাকা মানুষগুলোর কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। রেলওয়ে স্টেশনে রাতযাপনকারীরা বলেন, একটি ছেঁড়াকাঁথা ও গায়ের শার্টটিই তার সম্বল।
এমপির দেওয়া এই কম্বল পেয়ে অন্তত ঘুমাতে পারবেন তিনি। তার হাতে কম্বল তুলেদেওয়ার পর তিনি কেঁদে ফেলেন এবং এমপিকে জড়িয়ে ধরেন। এ প্রসঙ্গে সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) বলেন, দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের না জানিয়েই তিনি কম্বল ও শীতবস্ত্র উপহার দেওয়ার জন্য বেরিয়ে পড়েন।