স্টাফ রিপোর্টার: আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের, হাজী ফজলুল হক মুন্সীর তৃতীয় ছেলে ও আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সীর ছোট ভাই, শ্রমিক নেতা কামাল মুন্সীর জানাজা নামাজ আজ দুপুর ২ঘটিকার সময় চরচারতলা মধ্যপাড়া ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ সোমবার সকালে ৫টার সময় ঢাকায় ল্যাবিড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর,তিনি স্ত্রী ও ২ ছেলে ১ মেয়ে,মা,ভাই-বোন সহ অসংখ্য প্রিয়জন রেখে গেছেন।
জানাজা নামাজে শোক শন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ,ডক্টর শাহজাহান আলম সাজু, আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা আওয়ামি লীগ এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাজী ছফিউল্লাহ মিয়া, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট জিউল হক মৃধা, আলহাজ্ব মঈন উদ্দিন মঈন,জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ। হাজারও মুসল্লিদের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় । তার মৃত্যুতে সামাজিক বিভিন্ন সংগঠন সূশীল সমাজ সহ জনপ্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন-।