ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::‘মালিক শ্রমিক ঐক্য গড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে পালিত হলো মহান মে দিবস। দিবসের শুরুতে সোমবার সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন নিয়ে একটি র্যালি বের করা হয়। বর্ণাঢ্য র্যালি টি বের হয়ে আশুগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রম কল্যাণ কেন্দ্রে এসে শেষ হয়। পরে কার্যলয়ের মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। র্যালি ও সভায় অংশ নেয় শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
আলোচনা সভায় আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার নভোনীলা দাস এর সভাপতিতে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নৌযান কার্গো শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ তানসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফিরোজ মিয়া সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহম্মদ উল্লাহ খন্দকার,প্রভাষক আনোয়ার হোসেন,ডাক্তার আব্দুল্লা আল মাহমুদ নজরুল, নৌযান ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার মাস্টার,সম্বনিত সংস্কৃতিক বিকাশ কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আল,হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি বাচ্চু মিয়া, পরিবেশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর হোসেন, সহ সভাপতি জুয়েল মিয়া,শ্রমকল্যাণ সংগঠক মামুন অর রশিদ,রিক্সা শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক অলেছ সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভা শেষে বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।