ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:: ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ এর সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বশাকের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল করিম খান সাজু, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন,মহিলা ভাইস চেয়ারম্যান জুসনা চৌধুরী,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক,ডাঃ নূপুর সাহা,আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক তোফাযেল আলী রুবল,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির এবং বীরমুক্তিযোদ্ধা জনপতিনিধি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষী, উদ্যোক্তাদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদান করা হয়। র্যারি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনাও অবমুক্ত করা হয়।