BrahmanBariaPrimeNews
শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের আয়োজন
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ইউনিকোড কনভার্টার
  8. একুশে বইমেলা
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. চট্রগ্রাম

আশুগঞ্জে সম্প্রীতি সমাবেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
আশুগঞ্জে সম্প্রীতি সমাবেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর ২০২২) সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনেন উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শাহগীর আলম।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন, উপজেলা পরিষদের সভাপতি মোঃ হানিফ মুন্সী, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি অ্যাড. কামরুজ্জামান আনসারী,

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু নাসের আহমেদ, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মোরশেদ মাস্টার, আশুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শেখ জসীম উদ্দিন ও আব্দুল করিম, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুহাস দাস চৌধুরী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাওলানা আনিসুর রহমান এবং উপজেলা পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক শাহগীর আলম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।’ তিনি বলেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান। উল্লেখ্য সম্প্রীতি সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

সর্বশেষ - চট্রগ্রাম