ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ সভা ও পেনশন স্কিম সংক্রান্ত হেল্প ডেক্সের উদ্বোধন করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদির, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল মিয়া, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুবি জাহান খন্দকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধি, উপজেলা প্রসাশনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা এই সর্বজনিন পেনশন স্কিমের অন্তর্ভূক্ত হতে পারবেন। পেনশন স্কিমের আওতায় পেনশন গ্রহীতারা ৪টি পেশাভিত্তিক স্কিম অনুযায়ী মাসে যে যত টাকা সঞ্চয় হিসেবে জমা দিবে। এইভাবে তিনি পেনশন স্কিমের আওতায় অবসরকালীন সময়ের পর থেকে মাসিক পেনশন পাবেন। যদি তার মৃত হয়ে যায় মৃতের পরেও ধারাবাহিকভাবে তাদের নমিনিগণ পেনশন গ্রহণ করবেন। সভায় স্পষ্ট করে দেয়া হয়েছে এটি কোনো দলীয় সরকারের কর্মসূচি নয় এটা রাষ্ট্রের একটি বৃহত্তর কর্মসূচি। সভা শেষ উপজেলা পরিষদে আনুষ্ঠানিক ভাবে সর্বজনীন পেনশন স্কিমের একটি হেল্প ডেক্সের উদ্বোধন করেন অতিথিগণ।