আশুগঞ্জ প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মরহুম আতাউর রহমান কল্যাণ ট্্রাস্টের এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল প্রর্যন্ত চরচারতলা গ্যাস ফিল্ড সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ৫০জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা ২ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। বিশিষ্ট ব্যবসায়ী জাকির মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী,ব্রাহ্মণবাড়য়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাক্তার মো.আবু সাঈদ,আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান,চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা,আওয়ামী যুবলীগে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মজিবুর রহমান,আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির প্রমুখ। এসময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার আয়োজনে ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসা নিতে এলাকার প্রায় ২হাজার মানুষ এসে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন। রোগীদের চিকিৎসা দিতে ৫০ জন বিশেষজ্ঞ ডাক্তার এবং ২০জন সেবক-সেবিকা নিয়োজিত ছিলেন। অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহ বিভিন্ন সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ফাইজর রহমান ফয়েজ। তিনি বলেন ১০ বছর যাবত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে আসছেন এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।