স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এসব বীজ ও
সার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পীর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ চিন্ময় কর অপু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২১-২২ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক চাষীকে ৫ কেজি উফশী জাতের রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।