স্টাফ রিপোর্টার:; আসন্ন পবিত্র মাহে রমাদান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫ শতাধিক গরিব,অসহায় ও দোস্ত রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ ফাইজুর রহমান (ফয়েজ)।
শুক্রবার সকালে আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে এই সেবা দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ কালে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাক্তার মোঃ ফাইজুর রহমান ফয়েজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,আশুগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ রনি,এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইসহাক সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মামুন,সানরাইজার্স ফুটবল একাডেমি আহ্বায়ক জুয়েল মিয়া সহ এলাকার বিশিষ্টজনরা।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সুবিধা বঞ্চিত রোগীরা বলেন ডাক্তার ফাইজুর রহমান ফয়েজ তিনি অত্যন্ত ভালো মানুষ,তিনি পরোপকারী একজন মানবিক ডাক্তার,তিনি সবসময়ই অসহায় মানুষের পাশে থাকেন,তিনি সবসময়ই মানব সেবাই নিয়োজিত থাকেন, আমরা দোয়া করি, ডাক্তার ফাইজুর রহমান ফয়েজ যেন সবসময়ই মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে পারেন।