আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৪ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে এসব গাঁজা বহনকারী একটি ট্রাকও। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার ফেরীঘাট এলাকা পূনর্বাসন মার্কেট থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুর্ব মেড্ডা শান্তিবাগ এলাকার মোঃ জজ মিয়া ছেলে মোঃ হুমায়ুন কবির (৪৫) ও আশুগঞ্জ উপজেলার চর চারতলা, মহরম পাড়ার মোস্তফা মিয়ার,ছেলে মোঃ হানিফ (১৯)। অভিযানকালে এসআই,মোঃ মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরচারতলা নতুন ফেরীঘাট পূনর্বাসন মার্কেট আসিফ এন্টারপ্রাইজ এর পূর্ব পাশে রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয় জানান। এসআই,মোঃ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এর ভিতর থেকে থেকে ৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় দুজনকে আটক করা হয়। গাঁজাগুলো জেলার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে তিনি জানান। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহম্মেদ জানান, গাঁজাবহনকারী ট্রাকটি জব্দ করাসহ আটকদের নামে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।