স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আশুগঞ্জ আইডিয়াল স্কুলের বার্ষিক পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে আশুগঞ্জ শ্রম কল্যণ কেন্দ্র অডিটরিয়াম হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ আইডিয়াল স্কুলের উপাধক্ষ,মাহবুবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন, আইডিয়াল স্কুলের উপাধক্ষ সাজেদা বেগম, এন,আর,বি,সি,ব্যাংক এর ভৈরব শাখার ম্যানাজার,নিবেদিত নারী উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগের সভাপতি ফাতেমা বেগম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোছাঃ লাকি ও মোঃ রুবেল। বক্তাগণ বলেন,আমরা চেষ্টা করছি শিশুদের মানসম্মত শিক্ষার পরিবেশে শিক্ষা দিতে। আশুগঞ্জ আইডিয়াল স্কুলটি কে গড়ে তোলায় স্থানীয় অভিভাবকদের উদার সহযোগিতায়,শিক্ষকদের অকান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আলোচকরা। অতিথিগণ আরও বলেন শিশুদের বাস্তবমুখী সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে শিক্ষক-অভিভাবক উভয়কেই মনোযোগি হতে হবে। আলোচনা শেষে বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় স্থান করে নেওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, স্থানীয় সুধীজন, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।