স্টাফ রির্পোটারঃ নবগঠিত আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক হাজী আলালশাহ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, আশুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক হাজী আলমগীর খা মেম্বার। গত শনিবার সন্ধ্যায় কৃষকদলের আহ্বায়ক আলালশা এর নিজস্ব বাসভবনে আশুগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে এই শুভেচ্ছার আয়োজন করা হয়।
শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন কৃষকদলের যুগ্ন আহ্বায়ক মজিবর মুন্সী,যুবদল নেতা আমজাদ হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক শামসুল আলম, কৃষক দলের সদস্য খলিলুর রহমান,দেলোয়ার হোসেন,আরাফাত হোসেন,মনির হোসেন, এ সময় যুবদলের আহ্বায়ক হাজী আলমগীর খা মেম্বার শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন। নবগঠিত আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক হাজী আলাল শা, একজন সৎ নিষ্ঠাবান ও দক্ষ সংগঠক।
তিনি আরো বলেন বিগত দিনগুলোতে কৃষক দল নেতৃত্বহীন ছিলেন বর্তমানে তা পূরণ হয়েছে। এখন সঠিক নেতৃত্ব দেওয়ার মতো একজন সৎ নিষ্ঠাবান নেতা হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। যুবদলের আহবায়ক হাজী আলালশাহ এর নেতৃত্বে দেশনায়ক তারেক রহমান সহ বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন। দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্তহয়ে কৃষক দলের আহবায়ক আলালশা বলেন সকলের দোয়া ও সহযোগিতা পেলে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে বিএনপির হাতকে আরো শক্তিশালী করবেন তিনি।