স্টাফ রিপাের্টার:: আশুগঞ্জে উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত (১৯ জানুয়ারী) শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় আশুগঞ্জ বাজারে হাজী অলফত আলী মার্কেটে এক কর্মি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মো.রেজাউল ইসলাম ভুইয়া। সভায় সভাপতিত্ব করেন, হানিফ সরকার এবং সভাটি পরিচালনায় ছিলেন, রাজু আহমেদ উজ্জল।
সভায় সর্ব সম্মতিক্রমে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মো.রেজাউল ইসলাম ভুইয়া ও সদস্য সচিব নাছির আহম্মেদ খান যৌথ স্বাক্ষরে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। এতে হানিফ সরকারকে সভাপতি, মো. শাহালম মেম্বারকে সাধারণ সম্পাদক ও রাজু আহমেদ উজ্জলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো.কাসেম মিয়া,সহ-সভাপতি আলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মো.ষ্ট্যালিন সরকারকে করা হয়েছে। এ ছাড়া সহ সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল ইসলামকে করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায়, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।