আশুগঞ্জ প্রতিনিধ::ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পূর্ণ চলছে ভোট গণনার কাজ । সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল। উপজেলায় ৮টি ইউনিয়নের ৪৮টি ভোট কেন্দ্রে ১ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন ভোটারে ভোট প্রদান করেন। ভোটের সুন্দর পরিবেশ বজায় রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে ভোটের মাঠে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি সহ আনসার পুলিশ বাহিনী যথাযথ মোতায়েন ছিল।
উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোঃ হানিফ মুন্সী (দোয়াত কলম), জিয়াউল করীম খান সাজু ( মোটরসাইকেল), আবু আসিফ আহমেদ ( আনারস), জসীম উদ্দিন (হেলিকপ্টার), শাহাবুদ্দিন ( ঘোড়া)। ভাইস-চেয়ারম্যান পদে মোঃ সেলিম পারভেজ (বই), জয়নাল আবেদীন (চশমা), মোহাম্মদ খালেদ মোছান্নাহ- (টিউবওয়েল) নাজমুল হক ভূঁইয়া (উড়োজাহাজ), মো. আমির হোসেন-(মাইক), কামাল উদ্দিন (তালা)।মহিলা ভাইস চেয়ারম্যান পদে লিমা সুলতানা (পদ্মফুল), জোসনা চৌধুরী- (কলস)মোছাঃ স্বপ্না বেগম-( ফুটবল) প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন।