স্টফি রিপের্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মাইক্রোবাস মালিক ও কর্মচারী ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে নাটাল মাঠে ক্লাবের কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করেন মাইক্রোবাস মালিক ও কর্মচারী ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: হানিফ মুন্সী।
এসময় শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি নবনির্বাচিত কমিটির সভাপতি দেলোয়ার সরকার ও সাধারণ সম্পাদক সেলিম পারভেজ,সহ সভাপতি মো.কুতুব মিয়া,সহ সাধারণ সম্পাদক রুবেল মিয়া,সাংগঠনিক সম্পাদক জিন্নাত আলী,কোষাধ্যক্ষ আবুবক্কর,প্রচার সম্পাদক তোতা মিয়া,ক্রীড়া সম্পাদক রুবেল মিয়,দপ্তর সম্পাদক মাসুদ রানা,আইন বিষয়ক সম্পাদক সোহেল রানা,ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম মিয়া,কার্যকরি সদস্য সোহাগ মিয়া ও লিটন মিয়াকে শপথবাক্য পাঠ করান।
শাহিন মিয়ার সভাপতিত্বে ও রাজু আহম্মেদ উজ্জল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফাইজুর রহমান,সদর ইউপি, চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির,আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ ভুইয়া, ইদ্রিছ মিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।