নিজস্ব প্রতিবেদক:: আশুগঞ্জ উপজেলা মাইক্রোবাস মালিক ও কর্মচারী ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাবেক সভাপতি দেলোয়ার সরকার সভাপতি ও সেলিম পারভেজ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ২৩ নভেম্বর শনিবার উক্ত নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত ভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চরচারতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪০৫ জন। এর মধ্যে ৩৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি পদে দেলোয়ার সরকার ২২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আজিজ মোল্লা পেয়েছেন ১৩৭ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুদ সরকার পেয়েছেন ১১৪ ভোট। সহ সভাপতি পদে আবুল কালাম সরকার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জামাল উদ্দিন পেয়েছেন ১০৮ ভোট ও জিন্নত আলী পেয়েছেন ৮৭। প্রচার সম্পাদক পদে মোঃ সোহাগ মিয়া ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কুদ্দুছ পেয়েছেন ১০৩ ভোট।ভোট গ্রহণ শেষে ক্লাবের কার্যকরি পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রাজু আহম্মেদ উজ্জল এ ফলাফল ঘোষণা করেন। অন্যান্য ৮ টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মোঃ রমজান মিয়া,দপ্তর সম্পাদক তানভীর আহম্মেদ, ক্রীড়া সম্পাদক পদে সজল মিয়া, আইন বিষয়ক সম্পাদক রাজ খান,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ লিটন মিয়া, কার্যকরি পরিষদ সদস্য-১ পদে মোঃ রুবেল মিয়া ও কার্যকরি পরিষদ-২ পদে মোঃ মোস্তফাকে বিজয়ী ঘোষণা করা হয়।