ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নৈরাজ্য করলে জামাত ও বিএনপিকে কোন রকম ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারি দিয়েছে আশুগঞ্জ উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে এই হুশিয়ারি দেন যুবলীগের নেতাকর্মীরা।
বতর্মান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও বিএনপি জামাতের অপতৎপরতার বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় কাচারি বিথিকায় বঙ্গবন্ধু মোরাল প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মজিবুর রহমান।
উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুর রহমান মনি এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ দাউদ অপি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার,যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোশাররফ হোসেন,যুবলীগ নেতা হাসানুজ্জামান হাসান,উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু মুসা, যুবলীগ সদস্য সরকার কামরুল ইসলাম, রফিকুল ইসলাম রাব্বি মুন্সি সহ আরও অনেকে।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ভুয়সী প্রশংসা করে বক্তারা বলেন, বিএনপি জামাত কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন। বক্তারা আরো বলেন বাংলাদেশ বিনির্মানে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখার আহ্বান জানিয়েছেন নেতারা।