ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এরিয়ার গ্রামীণ ব্যাংক এর উদ্যোগে ৫ শতাধীক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আশুগঞ্জ,সরাইল,নবীনগর,নাসিরনগরে একযোগে ৯টি শাখা থেকে আনুষ্ঠানিক ভাবে ৫ শতাধীক নারীতের হাতে গাছের চারা তুলে দেয়া হয়।
এরিয়া ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম এর উপস্থিতিতে এ সকল ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। এ সময় প্রোগ্রাম অফিসার মো: খাইরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কাশেম ছাদির, সহ বিভিন্ন শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন ।