স্টাফ রিপোর্টার:: আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন নাহিদ আহাম্মেদ।( ৫জুন )সোমবার বিকেলে তিনি আশুগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে বিদায়ী ওসি আজাদ রহমানকে বিদায় সংবর্ধনা ও নতুন ওসি নাহিদ আহাম্মেদ কে বরণের আয়োজন করে থানান সকল সদস্যরা।
এতে পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র পাল জাহান, থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে নবাগত ওসি নাহিদ আহাম্মেদ সর্বশেষ কুমিল্লা জেলার বরুড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ছিলেন। তাঁর বাড়ি শেরপুর সদর উপজেলা। নবাগত ওসি নাহিদ আহাম্মেদ বলেন, আশুগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি আশুগঞ্জকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব।