স্টাফ রিপোর্টার::আশুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী আশুগঞ্জ পূর্ববাজার ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে,আশুগঞ্জ পূর্ববাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক হাজী মোঃ ইমরান মোল্লা সকল সদস্য বৃন্দ কে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ আনিছুর রহমান।
সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন সিকদা,সহ-সভাপতি আশ্রাব আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া মধু, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব মিয়া,কোষাধ্যক্ষ মোঃ আফছার সাইফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া, প্রচার সম্পাদক সুমন মিয়া,কার্যনির্বাহী সদস্য মোঃ আবু ছায়েদ,মোঃ দুলাল মিয়া,লিয়াকত আলী ভুইয়া,হাজী হানিফ মিয়া,ছায়েদ মিয়া,মন্তাজ মিয়া,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,করিম মিয়া,হাজী মোঃ হেবজু ভ্ইুয়া, সহ সমিতির সাধারণ সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।