স্টাফ রিপোর্টার:: বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই স্লোগানকে সমনে রেখে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল আশুগঞ্জ পূর্ব বাজার ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন। এ উপলক্ষে আশুগঞ্জ পূর্ব বাজার সমবায় সমিতির আয়োজনে শনিবার দুপুরে মেঘনা নদীর বুকে জেগে ওঠা চর সোনারামপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ পূর্ব বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মো.ইমরান মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় অফিসার মো. নেওয়াজ শরীফ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আশুগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোসাম্মৎ রোবিনা আক্তার। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বীর মুক্তিযোদ্ধা সহ বিশিষ্ট মুরুব্বিদের মাঝে শীত বস্ত্র প্রদান করেন আশুগঞ্জ পূর্ব বাজার সমবায় সমিতির নেতৃবৃন্দ।
এই সময় আরও বক্তব্য রাখেন সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী হানিফ মিয়া,হাজী আবু সায়েদ মিয়া,মো.মমতাজ মিয়া আশুগঞ্জ পূর্ব বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন সিকদার,সহ সভাপতি হাজী আশরাফ আলী,সহ সাধারণ সম্পাদক মো.লিটন মিয়া(মধু),সাংগঠনিক সম্পাদক মাহবুব মিয়া,কোষাধ্যক্ষ মো.আফসার সাঈফ,দপ্তর সম্পাদক মো.শফিকুল ইসলাম ভুইয়া,প্রচার সম্পাদক সুমন মিয়া,সদস্য আবু ছায়েদ,দুলাল মিয়া,লিয়াকত আলী সহ আরও অনেকে। বক্তারা বলেন ইতিমধ্যেই এই সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্বীকৃতি পেয়েছে বক্তারা আরো বলেন ভবিষ্যতে একটি মডেল সমবায় সমিতি হিসেবে বাংলাদেশে পরিচিতি অর্জন করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষ থেকে তিন শতাধিক সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে লটারির মাধ্যমে ৫ জন সদস্যকে বিশেষ পুরস্কার তুলেদেন অতিথিগণ।