স্টাফ রিপোর্টার:: আশুগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি হাবিবুর রহমানের মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এ মিলাদের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক,সাবেক সভাপতি আক্তার জামান রঞ্জন,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শাহিন সিকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্ছু,সহ সভাপতি হাবিবুর রহমান,আলহাজ্ব বাকের আহমেদ খান,সাংবাদিক ইসহাক সুমন,তাইফুর রহমান,নিতাই চন্দ্র ভৌমিক,হুমায়ুন কবির,আনোয়ার হোসেন,আক্তার মিয়া,লোকমান হোসেন,গোলাম সারোয়ার,বাবুল সিকদার সহ আরও অনেকে।
মিলাদ মাহফিলে চরচারতলা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখেন। আলোচনা শেষে হাবিবুর রহমানের মা’র আত্মার মাগফিরাত কামনায় ও দেশে-প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মুসলিম উম্মাহের জন্য বিশেষ মোনাজাত করা হয়।