স্টাফ রিপোর্টার: আশুগঞ্জ রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আশুগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সবুর মুন্সী ও সাধারণ সম্পাদক অলেছ সরকারসহ নেতৃবৃন্দ প্রেস ক্লাবে উপস্থিত হয়ে তাদের হাতে ফুলের তোড়া তুলে দেন।
এসময় প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, সদস্য মুহাম্মদ আনোয়ার হোসেন ও লোকমান হোসেন এবং সহযোগি সদস্য বাবুল সিকদার উপস্থিত ছিলেন। রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমকল্যাণ সম্পাদক ফারুক মোল্লা কোষাধ্যক্ষ আল আমিন ও উপদেষ্ঠা সাহব্বল সিকদার প্রমুখ।