স্টাফ রিপোর্টার:: আশুগঞ্জ ক্লাবের নবনির্বাচিত কার্যকরি পরিষদের শপথ গ্রহন ও পালাবদল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে নবনির্বাচিত শপথবাক্য পাঠ করান আশুগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন।শপথ গ্রহন ও পালাবদল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের আজীবন সদস্য- কার্যকরি পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি এবং আলমগীর কবির।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আল মামুন।
শপথ নেয়া নবনির্বাচিতরা হলেন, সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি মীর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান, দপ্তর সম্পাদক আকতার হোসেন ও কার্যকরি পরিষদ সদস্য-১ আফসার নিয়াজ।শপথ গ্রহণ শেষে নতুন কমিটির নিকট দায়িত্বভার হস্থান্তর করা হয়।
এসময় ক্লাবের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন, সাবেক সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সাবেক অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, সদস্য আনোয়ার হোসেন ও লোকমান হোসেন, সহযোগি সদস্য বাবুুল সিকদার, জহির সিকদার ও খোকন প্রমুখ।