স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মে) প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে গৌরব সংগ্রামের তিন দশক পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন।
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান,পাঠাগার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন,কার্যকরী সদস্য আবু আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক,সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, হুমায়ুন কবির,সদস্য লোকমান হোসেন,চ্যানেল এস” এর জেলা প্রতিনিধি বাবুল শিকদার, সাংবাদিক জহির শিকদার,হাসান জাবেদ প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা আনন্দঘন পরিবেশে ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন