স্টাফ রিপোর্টার::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুর পরিচালনায় শুক্রবার বিকেলে স্থানীয় মুন্সী কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক,শহর শিল্প ও বণিক সমতির সভাপতি গোলাম হোসেন ইপটি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আজাদ রহমান,আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট কামরুজ্জামান আনসারী,চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা,ডা.ফাইজুর রহমান ফয়েজ প্রমুখ।
এছারাও উপস্থিত ছিলেন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ ব্যবসায়ীক, রাজনৈতিক,শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার বিশিষ্টজনরা।